ও ভগবান আর কতো ঘুমাও
সর্বনাশা ভুলের ঝড়ে
মন্দির মসজিদ ভেঙে পড়ে
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও
------------
আল্লা হরি লড়াই করে
হাসেরে শয়তান
ভায়ের রক্তে লাল হয়ে যায়
ধর্মের ওই নিশান
ঘরে ঘরে কুরুক্ষেত্র
দেখতে কি গো চাও
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও
----------------
প্রেম বিশ্বাসের বীজ বুনে দাও
দাওগো বিবেক বুদ্ধি
মিলন মন্ত্রে দীক্ষা দিয়ে
করো চিত্ত শুদ্ধি
------------------
বিভেদের ওই বিষ ছড়িয়ে
করছে যারা পাপ
ক্ষমা যেন পায়না তারা
পায়না যেন মাফ
অধর্ম কে বিনাশ করে
ধর্ম কে বাঁচাও
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও।
নমস্কার, আমার ব্লগে আপনাদের কে স্বাগত। এখানে আপনারা বেশ কিছু জনপ্রিয় বাংলা গানের Lyrics পেয়ে যাবেন। এখানে দেওয়া Lyrics গুলি কবিতার আকারে লেখা। আমি যথাসম্ভব চেষ্টা করেছি Lyrics গুলি নির্ভুল লিখতে। তা সত্বেও যদি অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেই সম্বন্ধে অবগত করবেন এই অনুরোধ রাখি। ইতি- অভিষেক চ্যাটার্জ্জী
Saturday, July 9, 2016
O BHAGOBAAN AAR KATO GHUMAO LYRIC
Labels:
KUMAR SANU
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment