Saturday, July 9, 2016

O BHAGOBAAN AAR KATO GHUMAO LYRIC

ও ভগবান আর কতো ঘুমাও
সর্বনাশা ভুলের ঝড়ে
মন্দির মসজিদ ভেঙে পড়ে
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও
------------
আল্লা হরি লড়াই করে
হাসেরে শয়তান
ভায়ের রক্তে লাল হয়ে যায়
ধর্মের ওই নিশান
ঘরে ঘরে কুরুক্ষেত্র
দেখতে কি গো চাও
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও
----------------
প্রেম বিশ্বাসের বীজ বুনে দাও
দাওগো বিবেক বুদ্ধি
মিলন মন্ত্রে দীক্ষা দিয়ে
করো চিত্ত শুদ্ধি
------------------
বিভেদের ওই বিষ ছড়িয়ে
করছে যারা পাপ
ক্ষমা যেন পায়না তারা
পায়না যেন মাফ
অধর্ম কে বিনাশ করে
ধর্ম কে বাঁচাও
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও।

No comments:

Post a Comment