এসো মা...... এসো মা......
এসো মা..... গৌরি মা......
বসে আছি পথ চেয়ে মা
আশার আলো জেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো তুমি এলে.....
-----------------------
পাকা ধানে সোনার শিশির
সবুজ পাখি গায়
কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পুজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা রাঙা পায়
এসো মা.....
------------------------------
সুখে দুখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাব যত কিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মা গো তোমার
পুজার আয়োজন
এসো মা......
নমস্কার, আমার ব্লগে আপনাদের কে স্বাগত। এখানে আপনারা বেশ কিছু জনপ্রিয় বাংলা গানের Lyrics পেয়ে যাবেন। এখানে দেওয়া Lyrics গুলি কবিতার আকারে লেখা। আমি যথাসম্ভব চেষ্টা করেছি Lyrics গুলি নির্ভুল লিখতে। তা সত্বেও যদি অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেই সম্বন্ধে অবগত করবেন এই অনুরোধ রাখি। ইতি- অভিষেক চ্যাটার্জ্জী
Monday, July 4, 2016
ESO MAA ESO MAA LYRIC
Labels:
KUMAR SANU
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment