Monday, July 4, 2016

ESO MAA ESO MAA LYRIC

এসো মা...... এসো মা......
এসো মা..... গৌরি মা......
বসে আছি পথ চেয়ে মা
আশার আলো জেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো তুমি এলে.....
-----------------------
পাকা ধানে সোনার শিশির
সবুজ পাখি গায়
কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পুজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা রাঙা পায়
এসো মা.....
------------------------------
সুখে দুখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাব যত কিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মা গো তোমার
পুজার আয়োজন
এসো মা......

No comments:

Post a Comment