তোমায় কি কোনোদিন বলেছি
ভালোবাসি আমি তোমাকে
কেন তুমি ভেবে নিলে
তোমার প্রেমিক আমাকে
--------
রোজ এখানে এই বাগানে
ফুটিয়েছি আমি কতো ফুল
একটিও ফুল দিয়ে তোমাকে
করেছি কি কোনদিনও ভুল
কোনোভাবে কখনো কি
ফেলেছি তোমায় বিপাকে
---------
এই সেতারে ওই নুপুরে
চেয়েছি কি কখনো মিলন
মীড় গমকের মূর্ছনাতে
একাই তো তুলেছি রণন
বেজে গেছে সেতার আমার
নিজের সুরের দেমাকে।
নমস্কার, আমার ব্লগে আপনাদের কে স্বাগত। এখানে আপনারা বেশ কিছু জনপ্রিয় বাংলা গানের Lyrics পেয়ে যাবেন। এখানে দেওয়া Lyrics গুলি কবিতার আকারে লেখা। আমি যথাসম্ভব চেষ্টা করেছি Lyrics গুলি নির্ভুল লিখতে। তা সত্বেও যদি অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেই সম্বন্ধে অবগত করবেন এই অনুরোধ রাখি। ইতি- অভিষেক চ্যাটার্জ্জী
Monday, July 4, 2016
TOMAY KI KONODIN BOLECHI LYRIC
Labels:
KUMAR SANU
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment