জীবনের যা কিছু চাওয়া
ভুলের সাগরে গেল ভেষে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়....
-----------
স্বপ্ন হল যে আজ
আলেয়া শুধু এ জীবনে
আলোকের ছলনাতে
আঁধার পেলাম দু নয়নে
তরী মোর ডুবে গেল
তীরের সীমার কাছে এসে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়....
---------------
জানিনা তো কি যে আমি
রেখে গেছি মানুষের কাছে
আমার মরণ হলে
স্মৃতি যার চিরদিন বাঁচে
সবাই কাঁদবে যাতে
তবু আমি একা যাবো হেঁসে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়......
নমস্কার, আমার ব্লগে আপনাদের কে স্বাগত। এখানে আপনারা বেশ কিছু জনপ্রিয় বাংলা গানের Lyrics পেয়ে যাবেন। এখানে দেওয়া Lyrics গুলি কবিতার আকারে লেখা। আমি যথাসম্ভব চেষ্টা করেছি Lyrics গুলি নির্ভুল লিখতে। তা সত্বেও যদি অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেই সম্বন্ধে অবগত করবেন এই অনুরোধ রাখি। ইতি- অভিষেক চ্যাটার্জ্জী
Monday, July 4, 2016
JIBONER JA KICHU CHAWA LYRIC
Labels:
KUMAR SANU
Subscribe to:
Post Comments (Atom)
Thanks
ReplyDeleteThanks
ReplyDelete২০২১ সালের সব নতুন গানের লিরিক্স দেখতে ভিজিট করুন
ReplyDeleteAll Bangla Songs Lyrics
.