Monday, July 4, 2016

JIBONER JA KICHU CHAWA LYRIC

জীবনের যা কিছু চাওয়া
ভুলের সাগরে গেল ভেষে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়....
-----------
স্বপ্ন হল যে আজ
আলেয়া শুধু এ জীবনে
আলোকের ছলনাতে
আঁধার পেলাম দু নয়নে
তরী মোর ডুবে গেল
তীরের সীমার কাছে এসে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়....
---------------
জানিনা তো কি যে আমি
রেখে গেছি মানুষের কাছে
আমার মরণ হলে
স্মৃতি যার চিরদিন বাঁচে
সবাই কাঁদবে যাতে
তবু আমি একা যাবো হেঁসে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়......

3 comments: