Monday, July 4, 2016

PRADIP TA KAANPCHE LYRIC

প্রদীপ টা কাঁপছে
নিভে যাবে হয়তো
এ তোমার ভালোবাসা নয়তো
এ তোমার ভালোবাসা নয়তো
------------
অনেক আঘাত সয়ে সয়ে
মনটা পাথর হয়ে হয়ে
এবার হারাবে তার শেষ পরিচয় তো
এ তোমার ভালোবাসা নয়তো
-------------
সবি ভুল জেনেছি
ভুলতে যে পারিনি
কাঁটা যে বুকেতে বিঁধেছে
তাকে তুলতে যে পারিনি
--------------
আমার ব্যাথায় হেঁসে হেঁসে
ঘুরছো খুশির দেশে দেশে
প্রেম তো মানেনি তবু তার পরাজয় তো
এ তোমার ভালোবাসা নয়তো।

No comments:

Post a Comment