Saturday, July 9, 2016

O BHAGOBAAN AAR KATO GHUMAO LYRIC

ও ভগবান আর কতো ঘুমাও
সর্বনাশা ভুলের ঝড়ে
মন্দির মসজিদ ভেঙে পড়ে
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও
------------
আল্লা হরি লড়াই করে
হাসেরে শয়তান
ভায়ের রক্তে লাল হয়ে যায়
ধর্মের ওই নিশান
ঘরে ঘরে কুরুক্ষেত্র
দেখতে কি গো চাও
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও
----------------
প্রেম বিশ্বাসের বীজ বুনে দাও
দাওগো বিবেক বুদ্ধি
মিলন মন্ত্রে দীক্ষা দিয়ে
করো চিত্ত শুদ্ধি
------------------
বিভেদের ওই বিষ ছড়িয়ে
করছে যারা পাপ
ক্ষমা যেন পায়না তারা
পায়না যেন মাফ
অধর্ম কে বিনাশ করে
ধর্ম কে বাঁচাও
দুখী মানুষ কেঁদে মরে
শুনতে কি না পাও।

Wednesday, July 6, 2016

BHORER HAWAY PATHIYE DILAM LYRIC

ভোরের হাওয়ায়ে পাঠিয়ে দিলাম
আমার প্রথম গান
সে গান তোমায় জাগিয়ে দিয়ে
আলোয় ভরুক প্রাণ
---------
স্বপ্ন জাগুক সত্যি হয়ে
ওই চোখের পাতায়
স্বরলিপির আখর জাগুক
ওই মনের খাতায়
বুকে করে রেখো ধরে
প্রথম প্রেমের দান
----------
বলিনি যা বলে গেলাম
এই গানের ভাষায়
হৃদয় ভরা আকুল করা
এই ভালোবাসায়
নদী হয়ে যেও বয়ে
দিলাম স্রোতের টান।

Tuesday, July 5, 2016

EI KI GO SESH DAAN LYRIC

এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
মোর আরও কথা
আরও কথা ছিল বাকি
আরও প্রেম আরও গান
..........
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিল শুরু
হবে যদি অবসান
............
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
নয়নে দুলয়া ওঠে
হৃদয়ের অভিমান

Monday, July 4, 2016

EI KI GO SESH DAAN LYRIC

এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
মোর আরও কথা
আরও কথা ছিল বাকি
আরও প্রেম আরও গান
..........
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিল শুরু
হবে যদি অবসান
............
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
নয়নে দুলয়া ওঠে
হৃদয়ের অভিমান

ESO MAA ESO MAA LYRIC

এসো মা...... এসো মা......
এসো মা..... গৌরি মা......
বসে আছি পথ চেয়ে মা
আশার আলো জেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো তুমি এলে.....
-----------------------
পাকা ধানে সোনার শিশির
সবুজ পাখি গায়
কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পুজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা রাঙা পায়
এসো মা.....
------------------------------
সুখে দুখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাব যত কিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মা গো তোমার
পুজার আয়োজন
এসো মা......

JIBONER JA KICHU CHAWA LYRIC

জীবনের যা কিছু চাওয়া
ভুলের সাগরে গেল ভেষে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়....
-----------
স্বপ্ন হল যে আজ
আলেয়া শুধু এ জীবনে
আলোকের ছলনাতে
আঁধার পেলাম দু নয়নে
তরী মোর ডুবে গেল
তীরের সীমার কাছে এসে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়....
---------------
জানিনা তো কি যে আমি
রেখে গেছি মানুষের কাছে
আমার মরণ হলে
স্মৃতি যার চিরদিন বাঁচে
সবাই কাঁদবে যাতে
তবু আমি একা যাবো হেঁসে
পেলাম না কিছু আমি
পৃথিবী তোমাকে ভালোবেসে
হায়......

PRADIP TA KAANPCHE LYRIC

প্রদীপ টা কাঁপছে
নিভে যাবে হয়তো
এ তোমার ভালোবাসা নয়তো
এ তোমার ভালোবাসা নয়তো
------------
অনেক আঘাত সয়ে সয়ে
মনটা পাথর হয়ে হয়ে
এবার হারাবে তার শেষ পরিচয় তো
এ তোমার ভালোবাসা নয়তো
-------------
সবি ভুল জেনেছি
ভুলতে যে পারিনি
কাঁটা যে বুকেতে বিঁধেছে
তাকে তুলতে যে পারিনি
--------------
আমার ব্যাথায় হেঁসে হেঁসে
ঘুরছো খুশির দেশে দেশে
প্রেম তো মানেনি তবু তার পরাজয় তো
এ তোমার ভালোবাসা নয়তো।

MON BHENGECHO LYRIC

মন ভেঙেছ
কেন ভুলেছ
স্বপ্ন শুধু
রইল বাকি
.............
খেলা তোমার দেখি যে সারাবেলা
হ্যাঁ মালা গেঁথে সে মালা ছিঁড়ে ফেলা
হাঁসি মুখে
কতো সুখে
মন ভেঙেছ
...............
আমি ছিলাম তোমারি সাথে সাথে
হ্যাঁ ছাঁয়া হয়ে হাঁসিতে বেদনাতে
চলে গেলে
সবি ফেলে
মন ভেঙেছ

TOMAY KI KONODIN BOLECHI LYRIC

তোমায় কি কোনোদিন বলেছি
ভালোবাসি আমি তোমাকে
কেন তুমি ভেবে নিলে
তোমার প্রেমিক আমাকে
--------
রোজ এখানে এই বাগানে
ফুটিয়েছি আমি কতো ফুল
একটিও ফুল দিয়ে তোমাকে
করেছি কি কোনদিনও ভুল
কোনোভাবে কখনো কি
ফেলেছি তোমায় বিপাকে
---------
এই সেতারে ওই নুপুরে
চেয়েছি কি কখনো মিলন
মীড় গমকের মূর্ছনাতে
একাই তো তুলেছি রণন
বেজে গেছে সেতার আমার
নিজের সুরের দেমাকে।