Monday, July 4, 2016

EI KI GO SESH DAAN LYRIC

এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
মোর আরও কথা
আরও কথা ছিল বাকি
আরও প্রেম আরও গান
..........
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিল শুরু
হবে যদি অবসান
............
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
নয়নে দুলয়া ওঠে
হৃদয়ের অভিমান

6 comments: