Wednesday, May 9, 2018

EI GORUR GADI CHEPE EKDIN LYRIC

এই গরুর গাড়ী চেপে একদিন
যেতে যেতে সোনার এ গাঁয়ে
দেখেছিলাম সোনার মেয়ে
দাঁড়িয়ে ছিল সোনার বেলায়
সোনার বাংলায়...... ও.....

এই গরুর গাড়ী চেপে একদিন
দেখেছিলাম পদ্মের সে ফুল
জলের পদ্ম ডাঙায় এলো
দেখে আমার হলো যে ভুল
সোনার বাংলায়..... ও....

এই গরুর গাড়ী চেপে একদিন
দেখেছিলাম এলো সে চুল
মেঘ নেমেছে আকাশ থেকে
দেখে আমার হলো যে ভুল
সোনার বাংলায়.... ও....

এই গরুর গাড়ী চেপে একদিন
দেখেছিলাম সোনার মেয়ে
ধন্য হল জীবন মরন
সোনার ছোঁয়া বুকে পেয়ে
সোনার বাংলায়.... ও....

3 comments:

  1. ২০২১ সালের সব নতুন গানের লিরিক্স দেখতে ভিজিট করুন

    All Bangla Songs Lyrics

    .

    ReplyDelete