Tuesday, May 8, 2018

AMAR PRANER KHATAY LYRIC

আমার প্রাণের খাতায় এখনো
সে গান রয়েছে লেখা
মনের জানলা খুলে দিই যেই
পাইযে তোমারই দেখা..

জানিনা এখন আছো গো কেমন
কোন খানে আছো তুমি
যেখানেই থাকো তুমি ভরেছো
ফুলেতে এ মরুভূমি
নেই তুমি তো বুঝে তাই
লাগে লাগে এ জীবন
একা একা...

কার অভিশাপে জানিনা কি পাপে
হয়েছে এ ছাড়াছাড়ি
দুজনে রয়েছি দুটি দিকে তবু
মন পাখি দেয় পাড়ি
একই সুরে গান গায়
ওই কুহু এই কেকা
নয় একা...

No comments:

Post a Comment