আমার প্রাণের খাতায় এখনো
সে গান রয়েছে লেখা
মনের জানলা খুলে দিই যেই
পাইযে তোমারই দেখা..
জানিনা এখন আছো গো কেমন
কোন খানে আছো তুমি
যেখানেই থাকো তুমি ভরেছো
ফুলেতে এ মরুভূমি
নেই তুমি তো বুঝে তাই
লাগে লাগে এ জীবন
একা একা...
কার অভিশাপে জানিনা কি পাপে
হয়েছে এ ছাড়াছাড়ি
দুজনে রয়েছি দুটি দিকে তবু
মন পাখি দেয় পাড়ি
একই সুরে গান গায়
ওই কুহু এই কেকা
নয় একা...
No comments:
Post a Comment