Tuesday, May 8, 2018

BALITE TOMAR NAAM LIKHE DEBO LYRIC

বালিতে তোমার নাম লিখে দেবো
জলে ধুয়ে যাবে
জলে ধুয়ে যাবে
ফুলেতে তোমার নাম লিখে দেবো
রোদে জ্বলে যাবে
রোদে জ্বলে যাবে
হৃদয়ে তোমার নাম লিখে দেবো
বদনাম হয়ে যাবে
বদনাম হয়ে যাবে...

হোক বদনাম তবু
তোমার কাছেই আমি আসবো
যত টা বেসেছি ভালো
তার চেয়ে বেসি ভালোবাসবো..
লাভ টা আর কি হবে
লোকেরা সবাই যে
চোখ রাঙাবে
চোখ রাঙাবে...

কাজ নেই ভালোবেসে
আমরা চেনা হয়ে থাকবো
মাঝে মাঝে শেষ রাতে
স্বপ্নে তোমায় কাছে ডাকবো..
লাভ টা আর কি হবে
সূর্য উঠে এসে
ঘুম ভাঙাবে
ঘুম ভাঙাবে...

No comments:

Post a Comment