কতো না আসরে
কতো রাত ধরে
আজও কতো গান
তোমাকে শোনাই..
সেতো কেউ জানে না
সেতো কেউ বোঝে না
জানি তা একাই..
কতো চোখে স্বপ্নেরই
জাল বুনিয়ে
তোমাকেই যাই শুধু
গান শুনিয়ে..
সেতো কেউ জানে না
সেতো কেউ বোঝে না
জানি তা একাই...
গান শেষে
কতো মালা
হয়ে যে পাওয়া..
সবই যেন মনে হয়
তোমারই দেওয়া..
সেতো কেউ জানে না
সেতো কেউ বোঝে না..
জানি তা একাই....
No comments:
Post a Comment