Wednesday, May 9, 2018

EI GORUR GADI CHEPE EKDIN LYRIC

এই গরুর গাড়ী চেপে একদিন
যেতে যেতে সোনার এ গাঁয়ে
দেখেছিলাম সোনার মেয়ে
দাঁড়িয়ে ছিল সোনার বেলায়
সোনার বাংলায়...... ও.....

এই গরুর গাড়ী চেপে একদিন
দেখেছিলাম পদ্মের সে ফুল
জলের পদ্ম ডাঙায় এলো
দেখে আমার হলো যে ভুল
সোনার বাংলায়..... ও....

এই গরুর গাড়ী চেপে একদিন
দেখেছিলাম এলো সে চুল
মেঘ নেমেছে আকাশ থেকে
দেখে আমার হলো যে ভুল
সোনার বাংলায়.... ও....

এই গরুর গাড়ী চেপে একদিন
দেখেছিলাম সোনার মেয়ে
ধন্য হল জীবন মরন
সোনার ছোঁয়া বুকে পেয়ে
সোনার বাংলায়.... ও....

DEEWANA TUMI BALO AMAKE LYRIC

দীওয়ানা তুমি বলো আমাকে
পরওয়ানা লোকে বলে আমাকে
কি করি
আমি যে
বলো না বলো না

জানে জিগর
দিল হ্যায় কি মানতা নহি
প্রেমে তে নয়
ফুল অর কাঁটে সহি..
দিল কা কয়া কসুর
দিল হ্যায় বেকসুর
দীওয়ানা....

ভালোবেসে
দোষ আমি করেছি কি
অকালে তাই
এই ভাবে মরেছি কি..
আশিকী করেছি
সাজন হতে চেয়েছি
দীওয়ানা....

Tuesday, May 8, 2018

KATO NA ASHORE LYRIC

কতো না আসরে
কতো রাত ধরে
আজও কতো গান
তোমাকে শোনাই..
সেতো কেউ জানে না
সেতো কেউ বোঝে না
জানি তা একাই..

কতো চোখে স্বপ্নেরই
জাল বুনিয়ে
তোমাকেই যাই শুধু
গান শুনিয়ে..
সেতো কেউ জানে না
সেতো কেউ বোঝে না
জানি তা একাই...

গান শেষে
কতো মালা
হয়ে যে পাওয়া..
সবই যেন মনে হয়
তোমারই দেওয়া..
সেতো কেউ জানে না
সেতো কেউ বোঝে না..
জানি তা একাই....

AAJ EI DIN TA KE LYRIC

আজ এই দিন টা কে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো..

হাওয়ার গল্প আর
পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন
শুধু আঁকো...

এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসাবাসি
শুধু গান আর হাঁসাহাঁসি...

রঙের বর্ষা ওই
নেমেছে যে দেখো ফুলে ফুলে..
দুটি হাত তুলে
আমাকে আরো
কাছে ডাকো....

JODI KAGOJE LEKHO NAAM LYRIC

যদি কাগজে লেখো নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম
পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে..

হৃদয় আছে যার
সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই
জীবনে প্রেম আসে..
কেউ কি ভেবেছিল
শ্যাম কে ভালোবেসে
রাধার ভালোবাসা
কাহিনী হয়ে যাবে..
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে...

গভীর হয় গো
যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে
থাকে না কোনো ভাষা..
চোখেরও আড়ালে
মাটির নিচে ওই
ফল্গুর কোনো ধারা
নীরবে বয়ে যাবে...
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে...

BALITE TOMAR NAAM LIKHE DEBO LYRIC

বালিতে তোমার নাম লিখে দেবো
জলে ধুয়ে যাবে
জলে ধুয়ে যাবে
ফুলেতে তোমার নাম লিখে দেবো
রোদে জ্বলে যাবে
রোদে জ্বলে যাবে
হৃদয়ে তোমার নাম লিখে দেবো
বদনাম হয়ে যাবে
বদনাম হয়ে যাবে...

হোক বদনাম তবু
তোমার কাছেই আমি আসবো
যত টা বেসেছি ভালো
তার চেয়ে বেসি ভালোবাসবো..
লাভ টা আর কি হবে
লোকেরা সবাই যে
চোখ রাঙাবে
চোখ রাঙাবে...

কাজ নেই ভালোবেসে
আমরা চেনা হয়ে থাকবো
মাঝে মাঝে শেষ রাতে
স্বপ্নে তোমায় কাছে ডাকবো..
লাভ টা আর কি হবে
সূর্য উঠে এসে
ঘুম ভাঙাবে
ঘুম ভাঙাবে...

AMAR PRANER KHATAY LYRIC

আমার প্রাণের খাতায় এখনো
সে গান রয়েছে লেখা
মনের জানলা খুলে দিই যেই
পাইযে তোমারই দেখা..

জানিনা এখন আছো গো কেমন
কোন খানে আছো তুমি
যেখানেই থাকো তুমি ভরেছো
ফুলেতে এ মরুভূমি
নেই তুমি তো বুঝে তাই
লাগে লাগে এ জীবন
একা একা...

কার অভিশাপে জানিনা কি পাপে
হয়েছে এ ছাড়াছাড়ি
দুজনে রয়েছি দুটি দিকে তবু
মন পাখি দেয় পাড়ি
একই সুরে গান গায়
ওই কুহু এই কেকা
নয় একা...