Wednesday, September 30, 2015

KOLKA PADER NIL SADITE LYRIC

কল্কা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি....
প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে.....


তাকিয়ে দেখো তেমনি করেই
আকাশ আবার মেঘলা
খোলা হাওয়ায়ে খোলা চুলে
তেমনি এসো একলা.......
কিছুখন দাঁড়িয়ে যেও
পদ্মদিঘির এপারে....
প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে.......

নতুন চোখে নতুন ভাবে তোমায় দেখি যখনি
প্রথম দিনের মিষ্টি হাঁসি মনে পড়ে তখনি....

ইচ্ছে হলে কি সহজেই
বদলে যাওয়া যায় যে
মন দিয়ে মন চাইলে কিছু
হাত বাড়ালেই পায় যে...
চোখে সেই পুরু কাজল
পরেই দেখো আমারে...
প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে....................


************************************************************************


KOLKA PADER NIL SADITE PROTHOM DEKHECHI
SEI SADI TAI AAJ TOMAY PORTE BOLECHI
PROTHOM DEKHAR DINTA RE
BHULTE KI AAR KEU PARE......


TAKIYE DEKHO TEMNI KOREI
AAKASH AABAR MEGHLA
KHOLA HAWAYE
KHOLA CHULE
TEMNI ESO EKLA....
KICHUKHON DARIYE JEO
PODDO DIGHIR E PARE
PROTHOM DEKHAR DINTA RE
BHULTE KI AAR KEU PARE........


NOTUN CHOKHE NOTUN BHABE
TOMAY DEKHI JAKHONI
PROTHOM DINER MISTI HASI
MONE PODE TAKHONI



ICCHE HOLE KI SAHOJEI BODLE JAWA JAY JE
MON DIYE MON CHAILE KICHU HATH BADALEI PAY JE
CHOKHE SEI PURU KAJOL
POREI DEKHO AMARE
PROTHOM DEKHAR DINTA RE
BHULTE KI AAR KEU PARE..............







3 comments:

  1. Thanks Abhisek...
    Tobe ekhane "হাঁসি" হবে না "হাসি" হবে ॥ যদিও আমরা ভুল ক'রে " ঁ" টা ব'লে ফেলি ॥

    ReplyDelete
  2. ২০২১ সালের সব নতুন গানের লিরিক্স দেখতে ভিজিট করুন

    All Bangla Songs Lyrics

    .

    ReplyDelete